কাতারের কোন এলাকায় গাড়ি থামালে কত জ’রিমানা

উপসাগরীয় দেশ কাতারে থাকাকালে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে থাকেন। তবে এ দেশের ট্রা;ফিক আ;ইন সম্পর্কে সচেতন না থাকায় কখনও কখনও সামান্য একটু ভু;লের কারণে আর্থিক জ;রিমানার মুখোমুখি হন অনেকে।

বিশেষ করে কোনো জায়গায় গাড়ি রাখার জায়গা না পেলে অনেকে নিজের গাড়িটি এমন জায়গায় পার্কিং করেন, যেই জায়গাটি গাড়ি পার্কিংয়ের জন্য অনুমোদিত নয়।

এ ধরণের গাড়ি পার্কিংয়ে টহলরত ট্রা;ফিক পু;লিশের নজরে পড়লে ৩০০ রিয়াল জ;রিমানা করা হতে পারে।সেইসাথে ড্রাইভিং লা;ইসেন্স থেকে কেটে নেওয়া হতে পারে ৩ পয়েন্ট।

আবার অনেকে রাস্তার পাশে নির্মিত ফুটপাতের উপর গাড়ি পার্ক করেন। এটিও কাতারের ট্রা;ফিক আ;ইনে অ;বৈধ ও দ;ন্ডনীয় অ;পরাধ।

এই অ;পরাধের জন্যও ৩০০ রিয়াল জ;রিমানা এবং ড্রাইভিং লা;ইসেন্স থেকে তিন পয়েন্ট কেটে নেওয়া হতে পারে।
এমনিভাবে কোনো ব্রিজে বা সড়কে এমন জায়গায় গাড়ি নিয়ে অপেক্ষা করা অ;বৈধ, যেখানে গাড়ি থামিয়ে রাখার অনুমতি নেই।

এই ধরণের কর্মকান্ডের জন্য অ;ভিযুক্ত হলে চালককে ৩০০ রিয়াল পর্যন্ত জ;রিমানা করা হতে পারে। পাশাপাশি ড্রাইভিং লা;ইসেন্স থেকে তিন পয়েন্ট কে;টে নেওয়া হবে।

সড়কে এমন কোথাও গাড়ি থামানো বা রাখা যাবে না, যেখানে গাড়ি রাখার ফলে সড়কে স্থাপিত ট্রাফিক সাইনবোর্ড ঢাকা পড়ে যায়, অথবা যেখানে গাড়ি রাখার কারণে ট্রা;ফিক সি;গন্যাল আড়ালে পড়ে যায়, এ ধরণের কাজও ট্রা;ফিক আ;ইনে অ;বৈধ।

এর দা;য়ে অ;ভিযুক্ত চালককে ৩০০ রিয়াল জ;রিমানা এবং তার ড্রাইভিং লা;ইসেন্স থেকে তিন পয়েন্ট কে;টে নেওয়া হবে।এছাড়া এমন আরও বেশকিছু বিষয় আছে, যেগুলো হয়তো চালকের দৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু মূলত এতে অন্যের ক্ষ;তিসাধন হওয়ার আ;শঙ্কা থেকে যায়।

ফলে ট্রাফিক আ;ইনে এ ধরণের কর্মকান্ড সবসময় অবৈধ ও এর ফলে আর্থিক জ;রিমানা ও শা;স্তির মুখোমুখি হতে পারেন অ;ভিযুক্ত চালক।

সড়কের এক পাশে যখন গাড়ি রাখা থাকে, তখন ওই গাড়ির পাশে আরেকটি গাড়ি পার্ক করা অবৈধ। তেমনিভাবে প্র;তিবন্ধীদের জন্য নির্ধারিত জায়গায় গাড়ি রাখা দ;ন্ডনীয় অ;পরাধ হিসেবে বিবেচিত হয়ে থাকে।

পাশাপাশি পু;লিশের গাড়ি, অ্যাম্বুলেন্স বা যে কোনো বিশেষ কাজের জন্য নির্ধারিত জায়গায় গাড়ি রাখাও ট্রা;ফিক আ;ইন ল;ঙ্ঘন হিসেবে ধরা হয়ে থাকে।

অ;পরাধভেদে ভিন্ন ভিন্ন অঙ্কের আর্থিক জ;রিমানা ও ড্রাইভিং লা;ইসেন্স থেকে পয়েন্ট কেটে নেওয়ার শা;স্তির মুখোমুখি হতে হয় এ ধরণের দো;ষী ব্যক্তিদের।

কাতারে জনসংখ্যা বাড়ার সাথে পা;ল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। ফলে সড়কে আ;ইন শৃ;ঙ্খলা ঠিক রাখতে একদিকে যেমন বিপুলসংখ্যক রা;ডার বসানো হচ্ছে, তেমনিভাবে ট;হলরত ট্রা;ফিক টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে।

ফলে ট্রা;ফিক আ;ইনের খুঁটিনাটি সম্পর্কে স;চেতন থাকা আমাদের সবার জন্য অবশ্য কর্তব্য। সূত্রঃ গালফ বাংলা