এক কোয়া কাঁচা রসুন খেলে ম্যাজিকের মতো ফল, জানলে আপনিও হাঁটবেন এই পথেই!

একটি দু’টি নয়, অন্তত ১৮টি রোগকে দূরে রাখে কাঁচা রসুন! কাঁচা রসুনের গুণের তুলনা করতে শব্দ খুঁ’জে পাওয়া মু’শকিল। একে মহৌষধি বললেও ভুল হবে না। বহু বয়স্ক মানুষই কাঁচা রসুন খাওয়ার অভ্যাস ব’জায় রাখেন। কতটা লাভবান হন তারা, জানলে আপনিও হাঁটবেন এই পথেই।

চিকিৎসাবিজ্ঞান বলছে, কাঁচারসুন র’ক্তের উ’চ্চচা’প দূ’র করে। কো’লে’স্টরে’ল কমায়। হার্ট অ্যা’টা’কের ঝুঁ’কি কমে যায় রসুন খেলে।নিয়মিত শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকলে দিনের বেলায় এক/দুই কোয়া কাঁচা রসুন খেলে ম্যাজিকের মতো

ফল পাওয়া যাবে। খা’রাপ ব্যা’কটে’রিয়া সং’ক্র’মণের সঙ্গে ল’ড়তে সাহায্য করে কাঁচা রসুন।

যক্ষা থেকে র’ক্ষা করে কাঁচা রসুন। নিয়মিত খেলে বাড়ে হজম শক্তি। চিকিৎসকরা দেখিয়েছেন, কাঁচা রসুনে থাকা অ্যা’ন্টিঅ’ক্সিডে’ন্ট ক্যানসারকে দূ’রে রাখে।

কোষ্ঠকাঠিন্য কমে, পরিপাকত’ন্ত্রের সমস্যা দূর হয় কাঁচা রসুন খেলে। কাঁচা রসুন দাঁতের ব্য’থায় কাজ দেয়, ডায়াবেটিস নিয়’ন্ত্রণ করে। কৃমি ধ্বং’স করে।

অনিদ্রা, আঁচিলের সমস্যা দূর করে কাঁচা রসুন। ত্বককেও তরতাজা রাখে। র’ক্ষা করে চর্মরো’গের হাত থেকে।