ইন্দোনেশিয়ার উপকূল থেকে ৩০০ রোহিঙ্গা উদ্ধার

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের অ্যাসি উপকূল থেকে প্রায় তিন শ রোহিঙ্গাকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকৃত ওই দলে ১০২ জন পুরুষ, ১৮১ জন নারীসহ ১৪ শিশুও রয়েছে। খবর আল জাজিরার।

২০১৫ সালের পর এটাই দেশটিতে সবচেয়ে বড় উদ্ধারের ঘটনা। সোমবার সকালে অ্যাসি উপকূলের লোকসিউমাউত এলাকায় একটি নৌকাসহ তাদের উদ্ধার করা হয়।

উজং বালাংগ গ্রামের প্রধান মুনির কাট আলী বলেন, ‘সকালে আমরা দেখি একটি নৌকা কিছু লোককে নিয়ে উজং বালাংগ এর উপকূলের দিকে আসছে। তখন আমরা তাদের নিরাপদে তীরে পৌছাতে সাহায্যে করি। তবে তারা ঠিক কত দিন সাগরে ভাসমান অবস্থায় ছিলেন এবং কোন ধরনের নৌকায় ভেসে এই দ্বীপে আসলেন সেটা এখনও স্পষ্ট নয়।’

ওই এলাকার মিলিটারি চিফ রনি মাহেন্দ্র বলেন, দলটির কয়েকজন সদস্য অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

লোকসিউমাউতে রেড ক্রসের প্রধান জুনাইদি ইয়াহা বলেন, ‘তাদের আপাতত এখানে রাখা হয়েছে। আমরা আশা করি আজকের মধ্যে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে’।

তিনি বলেন, করোনা মহামারিতে তাদের স্বাস্থ্য ঝুঁকিই আমাদের প্রধান চিন্তার বিষয়। প্রায় চার মাস সাগরে ভেসে থাকার পর গেল জুনে প্রায় ১০০ জন রোহিঙ্গাকে নিয়ে একই দ্বীপে পৌঁছায় নৌকাটি।