এক লাখ ৬৯ হাজারে বিক্রি ‘ডোনাল্ড ট্রাম্প’

প্রতি বছর ঈদুল আজহায় বাহারি নামের অনেক গরু নজর কাড়ে মানুষের। উৎসুখ মানুষের আলোচনায় থাকে এসব গরু। সুলতান, নবাব, কালা তুফান, গাদ্দাফী, লাদেন, বাহুবলী, কালো মানিক নামে বিভিন্ন গরু বাজারে আসে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। এবারের কোরবানির ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’নামে একটি ষাঁড় বিক্রি হয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকায়। ঢাকার এক ব্যাপারি ট্রাম্পকে কিনেছেন।

ওজন ১৪ মণ হলেও আদর করে রাখা ‘ডোনাল্ড ট্রাম্প’নামের কারণেই গরুটি আলোচনায় এসেছে। আর এটি কোনো হাট নয়, বিক্রি হয়েছে খামারেই।

ডোনাল্ড ট্রাম্পের বেড়ে উঠা সাবাব অ্যাগ্রো ফার্মে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মোল্লাপাড়ায় ফার্মটি শখের বশেই গড়ে তুলেছেন শিক্ষক মেহেদী হাসান। এখানে আরও গরু আছে। তাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বিক্রি হয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকায়।

ফার্মের মালিক মেহেদী হাসান জানান, ১৪ মাস আগে শিবগঞ্জের তর্ত্তিপুরহাট থেকে ৫৯ হাজার টাকায় হলিস্টান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি কেনেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্পকে তিনি অনেক পছন্দ করেন। এছাড়া ট্রাম্পের সঙ্গে ষাঁড়টির চেহারার মিল খুঁজে পান তিনি। তাই ষাঁড়টির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ষাঁড়টিকে তিনি নিজস্ব খামারে লালন-পালন করেন। প্রতি বছরই একটি বিশেষ গরু তিনি খামারে রাখেন বলেও জানান তিনি। অস্ট্রেলিয়ান জাতের এ ষাঁড়টি দেশিয় গরুর মতোই ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে।

মেহেদী হাসান আরও জানান, করোনা পরিস্থিতি না থাকলে ষাঁড়টির দাম ২ লাখ টাকা হতো। কিন্তু অন্যবারের মতো বাইরে হতে পাইকার না আসায় লোকশানের মুখে পড়তে হলো।