উবার আনল রেন্টাল সার্ভিস

রাইড শেয়ারিং কম্পানি উবার চালু করেছে ‘উবার রেন্টালস’ সেবা। গতকাল মঙ্গলবার থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে যাত্রীরা একটি গাড়ি কয়েক ঘণ্টার জন্য ভাড়া করতে পারবেন এবং একাধিক জায়গায় যাওয়ার জন্য সেটি ব্যবহার করতে পারবেন।

গতকাল উবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সেবা পেতে যাত্রীদের দুই ঘণ্টা ও ২০ কিলোমিটার দূরত্বের জন্য ৮৯৯ টাকা দিতে হবে। এ ছাড়া বিভিন্ন প্যাকেজে সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত রাইড সিলেক্ট করার সুযোগ থাকবে।

বর্তমান উবার অ্যাপসে ‘উবার রেন্টালস’ অপশনটি না পেলে আপডেট করতে হবে। ‘উবার রেন্টালস’ সিলেক্ট করার পর পছন্দের প্যাকেজ নির্বাচন করতে হবে।

নতুন সেবার ব্যাপারে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদায়ও ভিন্নতা এসেছে। সেই চাহিদার কথা মাথায় নিয়ে যাত্রীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় এবং একাধিক জায়গায় যাওয়ার সুবিধা রেখে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। উবার রেন্টালসের সব গাড়ি স্বাস্থ্য নির্দেশিকা মেনে সম্ভাব্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করবে বলে তিনি জানান।