নরসিংদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নরসিংদীতে ২০০০০ ইয়াবাসহ সেতারা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা -সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এ তথ্য জানান।

গ্রেপ্তার সেতারা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার খিদিরপুর গ্রামের আলামিন মিয়ার স্ত্রী।

পুলিশ সুপার জানান, ২৯ জুন নরসিংদীতে পাচারের সময় ২৭০০০ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে জেলা পুলিশ। এর সূত্র ধরে গোপন তথ্যে ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ডে অবস্থান নেয় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার, উপ- পরিদশর্ক জাকারিয়া আলম, তাপস কান্তি রায়, সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেনসহ ডিবির একটি দল। এসময় সেখান থেকে পাচারকালে শপিং ব্যাগে ভর্তি ২০০০০ ইয়াবাসহ সেতারা বেগমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে।