প্রোগ্রামিং শিখতে আইসিটি প্রতিমন্ত্রীর আহ্বান

অংক, ইংরেজি বিজ্ঞানের সঙ্গে প্রতিটি শিশুকিশোরকে প্রোগ্রামিং শেখানোর আহ্বান জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

সোমবার (২২ জুন) জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি

মন্ত্রী বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের সম্পূর্নটা মেধা নির্ভর। আর্টিফিশিয়াল, রোবটিকস ব্লকচেইন পৃথিবীকে দ্রুত বদলে দিচ্ছে। জন্য প্রোগ্রামিং শেখার বিকল্প নেই

এসময় তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষার অনলাইন প্লাটফর্ম শিক্ষা.নেট ব্যবহারে সকলের প্রতি আহ্বান জানান

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রোগ্রামিং ভবিষ্যতের ভাষা। কেননা এটি যন্ত্রের সঙ্গে মানুষ এমনকি যন্ত্রের সঙ্গে যন্ত্রের যোগাযোগের মাধ্যমও বটে

বক্তব্যে বর্তমানে পৃথিবী পরিচালনায় প্রোগ্রামারদের ভূমিকার কথা উল্লেখ করেভবিষ্যতে তারাই বিশ্বকে নেতৃত্ব দেবেবলে মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী। আর জন্য শিগগিরি স্কুল পর্যায়ে আরো সাড়ে হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানান জুনাইদ আহমেদ পলক