এমপি পাপুলকে কুয়েতে আটকের বিষয়ে যা বললেন স্ত্রী

কুয়েতে জনশক্তি রপ্তানিতে অনিয়ম এবং হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল আটক হয়েছেন। আটকের বিষয় নিয়ে কথা বলেছেন তার স্ত্রী এবং ৩৪৯ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও সিআইপি সেলিনা ইসলাম।

দৈনিক আমাদের সময়কে তিনি বলেন, ‘লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেপ্তার সম্পর্কিত যে তথ্য গণমাধ্যমে এসেছে তা ঠিক নয়। তিনি সেখানে কোনো মামলার আসামি নন।’

তিনি আরও বলেন, ‘কুয়েত সরকারের নিয়ম অনুযায়ী তার ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য তাকে সেখানকার সরকারি দপ্তর বা সিআইডিতে ডেকে নিয়েছে। বিষয়টি নিয়ে দূতাবাসের পরিষ্কার কোনো তথ্য ছাড়া কাউকে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

এর আগে গতকাল শনিবার রাতে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে আটক করে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘গ্রেপ্তার নয়, এমপি পাপুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে কুয়েতের গোয়েন্দা পুলিশ। এখানে তার কিছু সম্পত্তি আছে সেগুলোর ব্যাপারে কথা বলবে। এ ছাড়া কিছু তথ্যের ব্যাপারে কথা বলবে।’

‘তাকে গ্রেপ্তার করা হয়নি। এটা বলা যাবে না। আজকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হতে পারে’, যোগ করেন এস এম আবুল কালাম।