সিঙ্গাপুরে এক সপ্তাহে সর্বোচ্চ আক্রান্ত, অধিকাংশই অভিবাসী শ্রমিক

সিঙ্গাপুরে নতুন করে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৩২ জন। আগের দিনের চেয়ে এই সংখ্যা অনেকটাই বেশি। একদিন আগেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫২৮। গত মাস থেকেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। যদিও প্রথমদিকে সেখানে আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল।

সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে, সেখানে নতুন করে আক্রান্তদের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক। তারা সবাই সেখানকার বিভিন্ন ডরমিটরিতে বসবাস করেন। দেশটিতে বর্তমানে প্রায় ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করেন। গত কয়েক সপ্তাহে সিঙ্গাপুরে নতুন করে যতজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মাত্র পাঁচজন সেখানকার নাগরিক বা স্থানীয় বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে বাকিরা সবাই দেশটির অভিবাসী শ্রমিক। ডরমেটরিতে এক রুমে অনেক অভিবাসী একসঙ্গে থাকেন। ফলে সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সিঙ্গাপুরে বসবাসরত অনেক বাংলাদেশি কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে অনেক কর্মী কাজ হারিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কবে নাগাদ তারা আবার কাজে ফিরতে পারবেন তারও কোনো নিশ্চয়তা নেই।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১০১ জন। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ১ হাজার ২৪৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।

দেশটিতে এখন পর্যন্ত করোনার অ্যাক্টিভ কেস ১৫ হাজার ৮৪২টি। অপরদিকে করোনায় আক্রান্ত ২১ জনের অবস্থা গুরুতর। তারা চিকিৎসা নিচ্ছেন।

৩০ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫২৮ এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার আগের দিনের হিসাব অনুযায়ী, নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯০ জন। তবে এদিন কারো মৃত্যু হয়নি।