গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আরও ৩ জন আক্রান্ত একজনের মৃত্যু

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৬ জন মারা গেলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মোট সুস্থ হয়েছেন ২৬ জন।’

জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা জানেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশবাসী আশ্বস্ত হয়েছে। আমরা বলতে চাচ্ছি, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করছি। হাসপাতালে ভেন্টিলেটর বসাচ্ছি। ইতোমধ্যে আমাদের সরকারি হাসপাতালে প্রায় ৫০০ ভেন্টিলেটর বসানোর কাজ চলছে। ৩০০ আনা হচ্ছে। প্রাইভেটে ৭০০ ভেন্টিলেটর রয়েছে। হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে।’

পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরে আরও অনেক হাসপাতাল প্রস্তুত রয়েছে বলেও জানান জাহিদ মালেক।

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি না জনগণ টেস্টের বাইরে থাকুক। আমি আবারও আহ্বান করছি, আপনার টেস্ট করুন। বেশি বেশি করে টেস্ট করুন। এবং নিজেরা সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি নির্দেশনা কিছুটা হলেও মানা হচ্ছে না। ঢাকা, পুরান ঢাকা ও ঢাকার বাইরে ঘরের বাইরে লোকজন ঘুরাফেরা করছে। চায়ের দোকানে বসছেন। বিশেষ করে ঢাকা থেকে যারা গ্রামের বাড়ি গেছেন তারাই বেশি ঘুরাফেরা করছেন। আমি আহ্বান করবো, আপনারা ঘরে থাকুন। আমরা জেনেশুনে দেশকে ঝুঁকিতে ফেলতে পারি না।’

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি কিছু কথা বলতে চাই, আপনারা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। যেমন হাত ধুবেন, বেশি করে পানি পান করবেন। কখনও অসুস্থ বোধ করলেই ডাক্তারের শরণাপন্ন হবেন। বিশেষত বয়স্করা বেশি সতর্ক থাকবেন। কারণ বয়স্কদেরই মৃত্যুর হার বেশি।

জাহিদ মালেক বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে গেছে। আমি অনুরোধ করবো, এই দুঃসময়ে আপনারা মানুষের পাশে থাকুন। মানুষকে স্বাস্থ্যসেবা দিন।’