করোনা আক্রান্ত হলে ৫ মিনিট, না হলে ১৩ মিনিটে ফল

করোনা ভাইরাস সনাক্তে কিট সংকটে ভুগছে অনেক দেশ। এবার করোনা পরীক্ষায় মার্কিন গবেষকরা এমন একটি ক্ষুদ্র যন্ত্র আবিষ্কার করেছেন যে পোর্টেবল দিয়ে কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষা করা যাবে মাত্র ৫ মিনিটেই।

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা পরীক্ষার এই পোর্টেবলটি আবিষ্কার করেছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অ্যাবট ল্যাবরেটরিজ।

স্থানীয় সময় গতকাল এই পোর্টেবলটি আবিষ্কারের কথা জানানো হয়েছে।

এফডিএ-এর অ্যাবট ল্যাবরেটরিজ জানিয়েছে, কোনও ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ থাকলে অর্থাৎ করোনা ভাইরাস পজেটিভ হলে ৫ মিনিটেই জানিয়ে দেবে পোর্টেবলটি। এমনকি করোনা নেগেটিভ হলেও তা জানাবে ওই যন্ত্র। তবে নেগেটিভের ফল জানাতে সময় লাগবে ১৩ মিনিট।

দেখতে অনেকটা টোস্ট আকৃতির ওই পোর্টেবলটি আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে অ্যাবট ল্যাবরেটরিজ।