করোনাভাইরাসে সৌদি আরবে প্রথম মৃত্যু

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সৌদি আরবে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে মারা যান ওই ব্যক্তি। এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, নিহত ব্যক্তি একজন আফগান নাগরিক ছিলেন।

সৌদির সংবাদমাধ্যমগুলো বলছে, মৃত ব্যক্তির বয়স ৫৮ বছর। তিনি আফগানিস্তানের নাগরিক। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মদিনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে নেওয়ার পরই তিনি মারা যান।

আজ মঙ্গলবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজনস মুখপাত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২০৫ জন আক্রান্ত হয়েছেন বলেও নিশ্চিত করেন। এখন পর্যন্ত দেশটিকে করোনা রোগীর সংখ্যা ৭৬৭ জনে পৌঁছেছে বলেও জানান তিনি।