গ্রামে গিয়ে ক’রোনাভা’ইরাসেের টিকা বিক্রি, গণধো’লাই দিয়ে পুলিশে সোপর্দ

গ্রামে গিয়ে মাইকিং করে ক’রোনাভা’ইরাসেের টিকা বিক্রির অভিযোগে দুইজনকে আ’টক করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই ঘটনা ঘটে। রবিবার (২২শে মার্চ) সকালে প্র’তারক দুইজনকে আ’টক করে গণধো’লাই দিয়ে জুতারমালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজে’লার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে ক’রোনা ভাই’রাসের টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়। আজ রবিবার সকালে প্র’তারকরা পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ভিটামিন ই’নজেকশন দিয়ে প্রতি মানুষের কাছ থেকে ২০০-৫০০ পর্যন্ত টাকা নিতে শুরু করে।

বি’ষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন একত্রিত হয়ে যাত্রাবাড়ির মীর হাজারিবাগের মৃ’ত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃ’ত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলামকে আ’টক করে গণধো’লাই দিয়ে জুতার মালা পড়িয়ে তাদের তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে।

এলাকাবাসীর অভিযোগ, বিশ্বের উন্নত দেশেই ক’রোনা প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে। আমাদের দেশের প্র’তারকরা এ সুযোগ নিয়ে গ্রামের সহজ সরল নারীদের টার্গেট করে টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি আঁটে। তাদের বি’রুদ্ধে ক’ঠোর ব্যবস্থা নেওয়া হোক।

তালতলা ফাঁড়ি পুলিশের ই’নচার্জ মোঃ আহসানউল্লাহ বলেন, এলাকাবাসীর অভিযোগে দুইজনকে আ’টক করা হয়েছে। তাদের বি’রুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে বেশ কিছু ভিটামিন ই’নজেকশন উ’দ্ধার করা হয়েছে।