করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দিনদিন মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৭১৫৮ জনের। এরইমধ্যে আ’ক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯০৬ জন।
এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আ’ক্রান্ত ২৪ জন রোগী শনাক্ত হয়েছে।
এমতাবস্তায়, শনিবার (২১ মার্চ) আল্লাহ তা’য়ালার আজাব ম’রণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীর মুক্তির লক্ষ্যে খতমে ইউনুস ও দোয়ার আয়োজন করে ইসলামী আন্দোলন মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটি।
দেশটিতে সরকারীভাবে লকডাউন থাকায় ইসালামী আন্দোলন মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার দায়িত্বশীলরা তাদের নিজ নিজ অবস্থান থেকে এই দোয়া ও খতমে ইউনুস অংশ নেন।
এছাড়াও দেশ-বিদেশ থেকে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণির ধর্মপ্রাণ নারী ও পুরুষ। প্রায় শতাধিক লোক দুই লক্ষ বার খতমে ইউনুস পাঠ করেন।
পরে বাদ মাগরিব কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি আমিরুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ববাসীর জন্য বিশেষ দোয়া করেন।