অ’স্বাভা’বিক মৃ’ত্যুর ফলে ম’র্গে লা’শ রাখা নিয়ে বিপাকে পড়েছে ইতালি। প্রতিদিনই বাড়ছে ক’রো’না ভা’ই’রা’সে আক্রা’ন্ত হয়ে মৃ’তের সংখ্যা। ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশটি যেন এক মৃ’ত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ক’রো’না’ভা’ই”রাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪৫ জনের মৃ’ত্যু হয়েছে।
এ নিয়ে দেশটিতে মৃ”ত্যুর সংখ্যা দাঁ’ড়াল ২ হাজার ৫০৩ জনে। জানা গেছে, মৃ”তদের সৎকারেও কড়াকড়ি করছে ইতালি সরকার। ভা’ই’রা’স যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য শেষ প্রার্থনায় অল্প কিছু নিকটজনকে অনুমতি দেয়া হয় অংশগ্রহণে। পরিবারের সদস্যরাও তাতে মাস্ক পরে যোগ দেন। ইতালির আরেক গ্রাম জোঙ্গোতে স্থানীয় পাদ্রিরা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা দিনে একবার মৃ’ত্যু ঘণ্টা বাজাবেন।
কারণ ক’রো’না’য় মৃ’ত্যুর মিছিল বড় হতে থাকায় সারাদিনই ঘণ্টা বাজাতে হচ্ছিল। একের পর এক বেড়েই চলেছে মৃ’তের সংখ্যা কিন্তু সে অনুযায়ী জায়গার সংকুলান হচ্ছে না মর্গে। স্থানীয় একটি চার্চের ধ’যা’জক বলেন, ক’রো’না’র কারণে প্রতিদিন যেসব মানুষ মা’রা যাচ্ছেন তাদের নিরাপদে রাখার জায়গা নেই।
স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি রোগীর তুলনায় হাসপাতালের সংখ্যা সীমিত। হাসপাতালের বেডে রোগীদের রাখার পর্যাপ্ত জায়গা নেই। প্রা’ণঘা’তী ক’রো’না ভা’ই’রা’সে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃ’তের সংখ্যা বেড়ে ৮ হাজার ছুঁই ছুঁই করছে। সর্বশেষ খবর অনুযায়ী মা’রা গেছেন ৭ হাজার ৯৮১ জন।
এরমধ্যে শুধু চীনেই মা’রা গেছেন তিন হাজার ২৩৭ জন। আর বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টা পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে এ ভা’ই’রা’সে আ’ক্রান্ত’ হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৩৯৪ জন।