খাদ্যের খোঁজে লোকালয়ে ৩ বন্যহাতি, জনমনে আতঙ্ক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় খাদ্যের খোঁজে লোকালয়ে এসে তিনটি বন্যহাতি আটকা পড়েছে।

রোববার সকাল পর্যন্ত ওই তিন বন্যহাতি উপজেলার কোনাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড পুরুত্যাখালী গ্রামের মরিচ খেতে অবস্থান করছে। গ্রামে বন্যহাতির আগমনে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। এ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে ওই এলাকায়।

এলাকাবাসী জানান, তিন বন্যহাতি শনিবার গভীর রাতে খাদ্যের খোঁজে কোনাখালী ইউনিয়নের গ্রামে ঢুকে। পথে পথে এলাকার কৃষকদের তাড়া খেয়ে বন্যহাতিগুলো আর জঙ্গলে ফিরে যেতে পারেনি। এতে ওই হাতির দলটি বর্তমানে কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামের একটি মরিচ খেতে অবস্থান করছে।

এলাকাবাসীর ধারণা, এই বন্যহাতির দলটি কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কোনো রিজার্ভ জঙ্গল থেকে খাদ্যের খোঁজে ওই এলাকায় ঢুকে আর বের হতে পারেনি। ফাঁসিয়াখালীর রিজার্ভ বনাঞ্চল ওই এলাকা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্ব রয়েছে।

রোববার সকালে খবর পেয়ে এলাকাবাসী দলে দলে গিয়ে সেখানে ভিড় জমাচ্ছে। কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার জানান, গ্রামে বন্যহাতির আগমনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে।