মাদকবিরোধী আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হলেন দেশের তিন জনপ্রিয় চিত্রতারকা সাদিকা পারভীন পপি, ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে দেশব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু হচ্ছে নতুন বছরে।
এটি মূলত কনসার্ট আয়োজনের মাধ্যমে করা হচ্ছে। আয়োজনটির সঙ্গে যুক্ত আছে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট নামে একটি ইভেন্ট প্রতিষ্ঠান। আগামী ৩ জানুয়ারি রাজশাহী থেকে এ আয়োজন শুরু হচ্ছে।
সেখানকার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাদকবিরোধী কনসার্ট-২০২০। চ্যানেল লাইভের সিইও কণ্ঠশিল্পী এবং ইভেন্ট অর্গানাইজার অনন্যা রুমা জানান, দেশব্যাপী মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে এ কনসার্টের আয়োজন করা হবে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
৩ জানুয়ারি ২০২০ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের মাধ্যমে কনসার্টের উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধন করবেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিরেক্টর জেনারেল মো. জামাল উদ্দিন আহমেদ ও ডিরেক্টর মো. নুরুজ্জামান শরিফ (এনডিসি)।
কনসার্টের প্রথম দিনে রাজশাহীতে পারফর্ম করবেন চিত্রতারকা ফেরদৌস, পপি ও অপু বিশ্বাস। মঞ্চে গান পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী মিলা, ইমরান, কনা, পূজা ও সুজন আরিফ। নৃত্য কোরিওগ্রাফিতে থাকবেন সোহাগ ড্যান্স গ্র“প। উপস্থাপনা করবেন জান্নাতুল পিয়া। এতে পারফর্ম করা প্রসঙ্গে পপি বলেন, ‘এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে বেশ ভালো লাগছে।
দেশের তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি। মঞ্চেও আমরা সেই প্রচারণাই চালাব।’ ফেরদৌস বলেন ‘রাজশাহীর আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছি। পরবর্তীকে আয়োজকরা চাইলে এবং সময় থাকলে অন্যান্য আয়োজনেও থাকব। মাদক থেকে সবাইকে দূরে থাকার অনুরোধ করছি।’