খালেদার জামিন হবে কি না সরকার জানে: মঈন খান

আগামী ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন হবে কি না তা সরকার জানে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

রবিবার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।

৫ ডিসেম্বর খালেদা জিয়ার দুর্নীতি মামলায় জামিনের আপিল শুনানির দিন ধার্য আছে। বিএনপি নেতাকর্মীরা আশা করছেন সেদিন তার জামিন হবে। না হলে তারা সরকার পতনের একতরফা আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে দলটি।
মঈন খান বলেন, সংসদ ও বিচার বিভাগ সরকারের দখলে। তাই ৫ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন হবে কি না তা একমাত্র সরকারই জানে।

মঈন খান বলেন, আইনের কারণে নয়,খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না রাজনৈতিক কারণে। তার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।