আমার মা-বোন-মেয়ে আজ কোথায়, কার কাছে, কতটুকু নিরাপদ? কলুষতায় ডুবতে ডুবতে এই সমাজের সকল সম্পর্ক আজ প্রশ্নবিদ্ধ।
হারিয়ে গেছে বিবেক, নৈতিকতা, মূল্যবোধ। ছিন্নভিন্ন হয়ে গেছে সম্পর্কের সীমা! সম্পর্কের মধুরতা আজ লালসার বিষে বিষাক্ত সর্পের দংশনে নীলাভ বর্ণ ধারণ করেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সেই বিষ!!!
“আজ একটি মেয়ে থানায় এসেছে তার নিজের বাবার বিরুদ্ধে খারাপ অভিযোগ নিয়ে!!
মেয়েটি তার অভিযোগে বলেন- হঠাৎ গত তিন-চার দিন যাবত মেয়েটির বাবা তার সাথে কেমন যেন আচরণ করছিল। বিশেষ করে মেয়েটি যখন রাত জেগে পড়ত… পড়ার সময় মেয়েটির বাবা তার শরীরের বিশেষ জায়গায় হাত দিতো!! মেয়েটি বলতো, “বাবা কি করছো? আমি তোমার মেয়ে!!”
কিন্তু সেই নরপিশাচ সেদিকে ভ্রূক্ষেপ না করে তার অসভ্যতার মাত্রা বাড়াতেই থাকলো.. মেয়েটি ভেবেছিল যে, হয়তো তার বাবা নিজে থেকেই তার ভুল বুঝতে পারবে এবং এই পরিস্থিতির শেষ হবে। কিন্তু গতকাল রাতে সব সীমা লংঘন করে নরপিশাচটি বাসায় ঘুমের ঔষধ নিয়ে এসে মেয়েটির মাকে ঐ ঔষধ খাইয়ে অচেতন করে সারারাত মেয়েটির সাথে আপত্তিকর কাজ করে!!”
হায়রে আমার বাঙলা মা, তোমার জঠরে তুমি নরপিশাচরুপী এমন সন্তানও ধারণ করেছ যার কাছে ঔরসজাত কন্যাটিও নিরাপদ নয়!!!
লেখাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলামের ফেসবুক থেকে নেয়া।