নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আ’লীগ নেতার ভাবীর মৃত্যু

নড়াইলের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম খান লুলুর স্ত্রী রুখসানা পারভীন রাণী (৫২) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে যশোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এক সপ্তাহ আগে তিনি ঢাকায় পারিবারিক কাজে গিয়ে বাড়িতে ফিরে এসেছিলেন।

আসলাম খান লুলু জানান, এক সপ্তাহ আগে তার স্ত্রী রুখসানা পারভীন পারিবারিক কাজে ঢাকায় যান। সেখান থেকে তার বোনকে ডাক্তার দেখিয়ে বাবার বাড়ি ঝিনাইদহে গেলে জ্বরে আক্রান্ত হন। এর পর ঝিনাইদহে একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করলেও কোনো উন্নতি হয়নি।

অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু রোগ ধরা পড়ে। পরে রাত ২টার দিকে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু ঘটে।

মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, আসলাম খান লুলুর ছোট ভাই নিজাম উদ্দিন খান নিলু নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

রুখসানা পারভীনের মৃত্যুতে নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ গভীর শোক প্রকাশ করেছে।