কুমিল্লার দেবিদ্বারে মা-ছেলেসহ দুই পরিবারের চার জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে স্থানীয়দের গণপিটুনিতে ঘাতক মোখলেসুর রহমান নিহত হয়েছে। এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছে। বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামে পুকুরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাধানগর গ্রামের শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও তার ছেলে আবু হানিফ (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার (৩৬) ও তার মা মাজেদা বেগম (৫৫)।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, রাধানগর গ্রামের মোখলেছুর তিন নারী ও এক কিশোরকে কুপিয়ে হত্যা করে। সে পেশায় রিকশাচালক ছিল। স্থানীয়রা জানান, মোখলেছুর মাদকাসক্ত ছিল। মাদক সেবন করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তবে তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, ‘মোখলেছুরকে নিয়ে স্থানীয়রা ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। আমরা ঘটনাস্থলে আছি। সে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা বের করার চেষ্টা করছি।’