৩২টি ট্রলার নিয়ে বাংলাদেশের জলসীমায় ৫১৯ ভারতীয় জেলে

পটুয়াখালীর কলাপাড়ার বঙ্গোপসাগরের মোহনা রামনাবাদ চ্যানেল থেকে ৩২টি ভারতীয় ট্রলারসহ পাঁচ শতাধিক জেলেকে আটক করেছে উপকূলীয় কোস্টগার্ড সদস্যরা।রোববার দুপুরে পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে বাংলাদেশের জল সীমানায় প্রবেশ করে।

কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, রোববার দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে আনা হয়েছে। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো বেঁধে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোনো অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড।তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সঙ্গে আলাপ ক‌রে পরব‌র্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারা জানান, য‌দিও ভারতীয় জে‌লেরা জানি‌য়ে‌ছে যে ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে তারা বাংলা‌দে‌শের জলসীমায় প্র‌বেশ ক‌রে‌ছে। অপর‌দি‌কে এসব ট্রলা‌রে মাছ ছাড়া অন্য কোনো অ‌বৈধ মালামাল রয়েছে কিনা তা খুঁ‌জে দেখা হ‌চ্ছে।

তারা আরো জানান, ট্রলার ও আটকদের বর্তমা‌নে পায়রা বন্দ‌রে রাখা হয়েছে। আর জে‌লে‌দের তা‌লিকা তৈরির কাজ চল‌ছে। কোনো ট্রলা‌রে ২০ জন, ২২ জন, আবার কোনো ট্রলা‌রে ১৮ জন, ১৭ জন ক‌রে জে‌লে র‌য়ে‌ছেন। যে কার‌ণে আটক হওয়া জে‌লের স‌ঠিক সংখ্যা জানা‌নো সম্ভব হ‌চ্ছেনা।