জন্মভূমি ছেড়ে অন্য দেশের হয়ে বিশ্বকাপ মাতাচ্ছেন যাঁরা

ইংল্যান্ড ও ওয়েলসের দশটি স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপ। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দীর্ঘ দেড় মাসের বিশ্বকাপ উন্মাদনা। ইতোমধ্যে প্রথম পর্বের খেলা প্রায় শেষের পথে। বিশ্বকাপে এমন কিছু ক্রিকেটার আছেন যাদের জন্ম এক দেশে হলেও খেলছেন অন্য দেশের হয়ে।

ইমাদ ওয়াসিম : পাকিস্তানের বোলিং অলরাউন্ডার। পাকিস্তানের হয়ে খেললেও তার জন্ম ১৮ ডিসেম্বর ১৯৮৮ সালে ইংল্যান্ডের অধীন ওয়েলসের সোয়ানসিতে।

কলিন ডি গ্রান্ডহোম : নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম। ২২ জুলাই ১৯৮৬ সালে জিম্বাবুয়ে রাজধানী হারারেতে জন্ম গ্রহন করেন গ্রান্ডহোম।

ইয়ন মরগান : ১০ সেপ্টেম্বর ১৯৮৬ সালে মরগানের জন্ম আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। খেলেছেন আয়ারল্যান্ডের জার্সিতেও। তবে বর্তমানে তিনি ইংল্যান্ডের অধিনায়ক।

জেসন রয় : ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়। ২১ জুলাই ১৯৯০ সালে তার জন্ম দক্ষিণ আফ্রিকার শহর ডারবানে। পরিবারসহ ১০ বছর বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে।

ওসমান খাজা : অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান। অজি দলে প্রথম মুসলমান এই ক্রিকেটার ১৮ ডিসেম্বর ১৯৮৬ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জন্ম গ্রহন করেন।।

বেন স্টোকস : ইংলিশ এই অলরাউন্ডারের জন্ম নিউজিল্যান্ডে। বাবা ছিলেন নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড়। ছোটবেলায় ইংল্যান্ডে পাড়ি দেয়া বেন স্টোকস বিশ্বকাপ খেলছেন ইংল্যান্ডের হয়ে।

জোফরা আর্চার : স্বাগতিক ইংল্যান্ডের অন্যতম ভরসার নাম জোফরা আর্চার। তার পেস ইতোমধ্যে নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। এই পেসারের জন্ম ক্যারিবীয় সাগরে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ (ওয়েস্ট ইন্ডিস) এর দ্বীপ রাষ্ট্র বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে।

ইমরান তাহির : দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার ২৭ মার্চ ১৯৭৯ সালে পাকিস্তানের বিখ্যাত শহর লাহোরে জন্ম গ্রহন করেন।