সৌদি আরবে ৩ মাসের জন্য এই সকল যায়গায় কাজ নিষিদ্ধ

সৌদি আরবে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সূর্যের আলোতে কাজ নিষিদ্ধ করেছে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সূর্যালোকে কাজ নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এ আদেশ মেনে চলতে সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেটও আহ্বান জানিয়েছে।

শ্রমিকদের মানবিক বিষয় বিবেচনায় এনে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ আদেশ বাস্তবায়নে কোন ব্যত্যয় ঘটলে সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।