অ্যান্ড্রয়েডকে টেক্কা দিতে হুয়াওয়ের আর্ক!

বছরের মধ্যভাগে নিজস্ব অপারেটিং সিস্টেম আনতে যাচ্ছে হুয়াওয়ে।

এই অপারেটিং সিস্টেমের বেশ কয়েকটি নাম দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে গত ২৪ মে ট্রেডমার্ক ফাইল করেছে প্রতিষ্ঠানটি।

গুগল তাদের সঙ্গে চুক্তি বাতিলের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ট্রেডমার্ক ফাইল করেছে তারা। অর্থাৎ অপারেটিং সিস্টেম আনার পরিকল্পনা ও প্রস্তুতি তাদের আগে থেকেই ছিল।

ট্রেডমার্ক ফাইল করা নামগুলো হলো হুয়াওয়ের আর্ক ওএস, হুয়াওয়ের আর্ক, আর্ক ও আর্ক ওএস।

হুয়াওয়ে আদৌ আর্ক ওএস নামটি ব্যবহার করবে কিনা তার নিশ্চয়তা নেই। অভ্যন্তরীণভাবে তারা অপারেটিং সিস্টেমটির নাম তারা দিয়েছে হংমেং ও প্রজেক্ট জেড।

অপারেটিং সিস্টেমটির ফিচার সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। তবে সম্প্রতি প্রকাশিত কিছু রিপোর্টে জানা গেছে, সব ধরণের ডিভাইসেই প্ল্যাটফর্মটি কাজ করবে।এছাড়া, সব অ্যান্ড্রয়েড অ্যাপও এতে পাওয়া যাবে।

মার্কিন সরকার চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে ১৫ মে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর এখন পর্যন্ত গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রডকম ও এআরএম হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল করেছে। গুগলের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় নতুন ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে না হুয়াওয়ে।