‘আওয়ামী লীগ ক্ষমতা ভোগের রাজনীতি করে না’

আওয়ামী লীগ ক্ষমতাভোগের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘আমরা দেশের মানুষের কল্যাণের জন্য, দেশ গড়ার জন্য রাজনীতি করি। নিজেদের ভোগ বিলাসের জন্য রাজনীতি করি না।’

রবিবার ( ২৬ মে) সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের জন্য কাজ করছি। আর সে কারণেই বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘কৃষক-শ্রমিক ও দিনমজুর মানুষের আর্থ সামাজিক উন্নয়নে আজীবন সংগ্রাম করেছেন জাতির জনক। সে পথেই হাঁটছে বতর্মান সরকার।

নারী উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গড়ে তোলা হয় বিশেষায়িত ব্যবসা প্রতিষ্ঠান, জয়িতা ফাউন্ডেশন। এর পরিচালক নিয়োগ ও নিজস্ব ভবন করার বিষয়ে আলোচনা করতে গণভবনে এই বিশেষ সভা।

শুরুতেই জয়িতা প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই গড়ে তোলা হয়েছে এ প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, নারীশিক্ষা ও তাদের পারিবারিক মর্যাদা নিশ্চিতে সব সময় আন্তরিক ছিলেন বঙ্গবন্ধু। তার আদর্শ অনুসরণ করেই নারীমুক্তিতে কাজ করছে সরকার।

সমাজে সমঅধিকার প্রতিষ্ঠায় বর্তমান বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। নারীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে সরকার তাদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।-ব্রেকিংনিউজ