রান্নাঘরে খদ্দেরসহ ধরা দেহ ব্যবসায়ী লাবনী

টাঙ্গাইলের মধুপুরে খদ্দেরসহ এক দেহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মধুপুর থানার এস আই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পিরোজপুর গ্রামের শহিদুলের পরিত্যাক্ত রান্না ঘর থেকে লাবনী (২৭) নামের এক দেহব্যবসায়ী ও পিরোজপুর গ্রামের মোশারফের ছেলে শামীমকে (৪২) গ্রেপ্তার করে।

মধুপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিদের বিরুদ্ধে ২৯০/৭৪ ধারায় মামলা রুজু করে বুধবার টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।