আমাদের দৈনন্দিন জীবনের নানা অভ্যাসের মধ্যে একটি হলো রাত করে খাওয়া। প্রায় অনেকেই রাতের খাবার খেতে খেতে ১১টা বাজিয়ে দেয়। কিন্তু আপনারা জানতেই পারেন না এই লাইফস্টাইল আপনাদের শরীরের কী ক্ষতি করছে। এই অভ্যাসের জন্য বদহজম, অ্যাসিডিটি ছাড়া আরও অনেক জটিল রোগ দেখা দিচ্ছে। এই অভ্যাসে ভা নেই আপনাদের শরীর।
বেশি রাত করে মশলাযুক্ত খাবার খেলে টাইপ ৩ ডাইবেটিসের সম্ভাবনা অনেক বেড়ে যায়। · দীর্ঘ দিন বেশি রাতে খাওয়ার ফলে স্মৃতিজনিত সমস্যাও দেখা দিতে পারে। · বেশি রাতে খাওয়ার ফলেই বেড়ে যায় কোলেস্টেরলের মাত্রা। ফলে কয়েক গুণ বেড়ে যায় হার্ট ব্লোকেজের আশঙ্কা। · বেশি দেরি করে খেতে থাকলে আপনাদের ঘুমের মধ্যেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। · যারা বেশি রাতে ক্লান্ত শরীরে খান তাঁরা স্বাভাবিকের তুলনায় বেশি খেয়ে ফেলেন। এতে ঘুমের সমস্যাতো হবেই তারসঙ্গে হজমের সমস্যাও দেখা দেবে। · রাত করে খাওয়ার ফলে বাড়তে পারে ওজনের সমস্যাও। · এই অভ্যাস যদি নিয়মিত চলতে থাকে তাহলে অ্যাসিডিটির সমস্যাও দেখা দেবে। দীর্ঘদিনের এই অভ্যাস ডেকে আনতে পারে আলসারের মতো সমস্যাও।