বিএনপি নেতাদের ‘কড়া নির্দেশ’ তারেক রহমানের

নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বিএনপির প্রার্থীদের কড়া নির্দেশ দিয়েছেন লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে নির্ধারিত কয়েকজন প্রার্থীকে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করারও নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্কাইপে’র মাধ্যমে প্রার্থীদের এ দুই ‘কড়া নির্দেশ’ দেন তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দিতে বিকেল ৫টার দিকে নয়াপল্টনের কার্যালয়ে যান প্রার্থীরা। দুই দফায় ১০ প্রার্থীর সঙ্গে কথা বলেন তারেক রহমান।

বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রার্থী দেশ রূপান্তরকে এসব জানান।

বৈঠক সম্পর্কে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নুল আবদিন ফারুকের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।

শনিবার তারেক রহমান যাদের সঙ্গে কথা বলেছেন তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, শরিফুল আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, জি কে গউছ, আজিজুল বারী হেলাল, লুৎফর রহমান কাজল, মিজানুর রহমান চৌধুরী, হাজী মুজিব, শামা ওবায়েদ, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, রফিকুল আলম মজনু, মাইনুল ইসলাম খান শান্ত প্রমুখ।

সূত্রঃ দেশ জনতা