মুক্তি পেয়ে স্বামীকে জড়িয়ে অঝোরে কাঁদলেন নিপুন রায়

জামিনে মুক্তি পেলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী। মঙ্গলবার বিকেল ৪টায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।

এসময় স্বামী অমিতাভ রায়কে জড়িয়ে ধরে অঝোরে কাদঁতে দেখা যায় বিএনপির এই নারী নেত্রীকে।

কারাফটকে উপস্থিত স্বজনরাও নিপুন রায়ের সঙ্গে ‍কুশল বিনিময় করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে বাবা বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মেয়েকে তার বাসায় নিয়ে যান।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গত ১৫ নভেম্বর রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুন রায় এবং সংগীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। আটকের কিছু পরে বেবী নাজনীনকে ছেড়ে দিলেও নিপুন রায়কে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর গত ২২ নভেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর পর থেকে কারাগারেই ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুন রায় চৌধুরী।