সৌদি আরব প্রবাসীরা যেভাবে পাবেন ড্রাইভিং লাইসেন্স

সৌদির ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথমে ড্রাইভিং পরীক্ষা দিতে হয়, যদি পাশ করেন আপনাকে ১০ দিন ক্লাস করতে হবে, যদি পাশ না করেন তাহলে ৩০ দিন বা ৪৫ দিন ক্লাস করতে হবে। ক্লাস শুরু হবে ভর্তির ৪/৫ মাস সাধারণত। মেডিকেল পরীক্ষাও করতে হয়।

এবং এই ক্লাস করতে ফি দিতে হবে, এই ক্লাসে ড্রাইভিং ও সিগনাল ইত্যাদি শিখায়।ক্লাস করার পর একদিন ডেট দিবে ফাইনাল পরীক্ষার,

সেদিন সকাল ৭.৩০ এ সেখানে উপস্থিত থাকতে হবে। ঐ দিনই ড্রাইভিং ও সিগনাল পরীক্ষা হবে। যদি দুই পরীক্ষায় পাশ করেন তাহলে, একদিনের ডেট দিবে সেদিন যেয়ে লাইসেন্স নিয়ে আসবেন। নিম্নে সকল ফি দেয়া হলঃ

মেডিকেল ফিঃ ১০০ রিয়ালড্রাইভিং স্কুলঃ ৪৫০ রিয়াল,ড্রাইভিং লাইসেন্সঃ ৪০০ রিয়াল ( ১০ বছরের জন্যে)২, বা ৫ বছরএর জন্য নিলে আরও কম।আর আপনার বাসা থেকে যাওয়া আসার খরচ ধরবেন।