কিয়ামতের আলামত

কিয়ামত আরবি শব্দ। অর্থ মহাপ্রলয়, পুনরুত্থান। কিয়ামতের বড় বড় আলামতের সংখ্যা হলো মোট ৭টি, যেগুলো পবিত্র কোরান ও হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো সংঘটিত হওয়ার পরই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। কিয়ামতের আগে পৃথিবীতে যে ৭টি আলামত দেখা যাবে ! জেনে নিন কি কি?

প্রথম আলামত হলো : ইমাম মেহেদী (আ.) এর আত্মপ্রকাশ যিনি একচ্ছত্র খলিফা হবেন এবং পৃথিবীর সব মানুষকে ইসলামের অধীনে আনায়ন করত ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করবেন।

দ্বিতীয় : দাজ্জালের বহিঃপ্রকাশ। এটা তখন ঈমানদারদের জন্য এক চরম পরীক্ষা হবে।

তৃতীয় : হজরত ঈসার (আ.) (৪র্থ আসমান থেকে) অবতরণ, যিনি ইমাম মেহেদী (আ.) কে সাহায্য এবং দাজ্জালকে হত্যা করার জন্য অবতরণ করবেন।

চতুর্থ : ইয়াজুজ ও মাজুজের বহিঃপ্রকাশ। দাব্বাতুল আরবদের বহিঃপ্রকাশ।

পঞ্চম : ঈসা (আঃ) এর অবতরণ

ষষ্ঠ আলামত : আদন গহ্বর হতে অগ্নিকুণ্ড বের হওয়া যা মানুষকে হাশর ময়দানের দিকে একত্রিত করবে।

সপ্তম আলামত : পশ্চিমাকাশ হতে সূর্যোদয়, এ সময় তওবার সুযোগ বন্ধ হয়ে যাবে। এছাড়া ওই সময় তিনটি ভূমিধস সংঘটিত হবে।

কিয়ামতের আগের সমাজব্যবস্থা
:
১. সরকারি মালকে নিজের মাল মনে করা হবে।

২. আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হবে।

৩. জাকাতকে জরিমানা মনে করা হবে।

৪. ইসলামী আকিদাবর্জিত বিদ্যা শিক্ষা করা হবে।

৫. পুরুষ নারীর অনুগত হবে।

৬. মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হবে।

৭. বন্ধুদের আপন মনে করা হবে।

৮. পিতাকে পর ভাববে।

৯. মসজিদে শোরগোল করবে।

১০. পাপী লোক গোত্রের নেতা হবে। (তিরমিজি)

একটি পৃথিবীর পূর্ব দিগন্তে, দ্বিতীয়টি পশ্চিম দিগন্তে ও তৃতীয়টি আরব উপদ্বীপে। হাদিস শরিফে কিয়ামতের ছোট ছোট বহু আলামতের কথা বর্ণনা করা হয়েছে। মূর্খতা, ব্যভিচার ও মদ্যপান বৃদ্ধি পাবে, পুরুষ লোকের সংখ্যা কমে যাবে, স্ত্রী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে, এমনকি পঞ্চাশ জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ (বোখারি ও মুসলিম শরিফ)।

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে