সৌদি প্রবাসীদের জন্য দারুন সুখবর: দ্বিগুণ হচ্ছে বাংলাদেশীদের বেতন

প্রতিনিয়ত জীবিকার তাড়নায় অসংখ্য মানুষ এখন ছুটে চলেছে প্রবাসে। কিন্তু সেখানে গিয়ে অনেক বিপাকে পড়তে হয় অনেকেই মাঝে মধ্যে। তবে এবার সুখবর পেতে যাচ্ছে অনেকেই।

সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত বাংলাদেশিদের বেতন-ভাতা দ্বিগুণ করা হচ্ছে। গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশি গৃহকর্মীদের সৌদিতে ন্যূনতম মাসিক বেতন ১৬ হাজার টাকা।

ইতোমধ্যে তাদের বেতন দ্বিগুণ করতে দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই গৃহকর্মীদের বেতন দ্বিগুণ হবে। জানা গেছে, বর্তমানে সৌদি আরবে সাত লাখেরও বেশি গৃহকর্মী কর্মরত রয়েছেন।

তারা ন্যূনতম ১৬ হাজার টাকা বেতন পাচ্ছেন। তবে গৃহভেদে তাদের বেতন ৩০ হাজার টাকাও আছে। জীবনযাত্রার সার্বিক দিক বিবেচনা করে ন্যূনতম বেতন দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা থেকে রিয়াদে গৃহকর্মী নেওয়ার ব্যাপারে সৌদির বেসরকারি এজেন্সির সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি হয়। ফলে ৬০ হাজারেরও বেশি নারী গৃহকর্মীর জন্য সৌদি আরবের দুয়ার খুলে যায়।