সৌদি প্রবাসী ভাইয়েরা সাবধানঃ সৌদি আরবের বালু ঝড়ের সর্তকতা জারি!

প্রতিনিয়ত জিবিকার তাড়নায় অসংখ্য মানুষ এখন ছুটে চলেছে প্রবাসে। কিন্তু সেখানে গিয়ে অনেক বিপাকে পড়তে হয় অনেকেই মাঝে মধ্যে।

সৌদি আরবের বিভিন্ন এলাকায় প্রায়শই বালু ঝড় হতে দেখা যায়। যদিও সৌদি আরবের অধীবাসীদের কাছে বিষয়টি সাধারণ ব্যাপার। কিন্তু নতুন প্রবাসী বাংলাদেশীদের কাছে এটি অনেকটা অপরিচিত এবং অনেক সময় ভয়ের কারণও।

গতকাল সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বালু ঝড়ের কারনে সতর্ক থাকতে বলা হয়েছে সেদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কতৃপক্ষ।

বিশেষ করে দাম্মাম, আল খোবার, দাহরান, জুবাইল, আল হাসা, কাতিফ সহ কয়েকটি এলাকায় বালু ঝড় মারাত্নক আকার ধারণ করতে পারে বলে জানানো হয়েছে।