বিএনপির ‘কুৎসা’র জবাব দেওয়ার ঘোষণা দিলেন মাহী বি চৌধুরী

রোববার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ‘কুৎসা’র জবাব দেওয়ার ঘোষণা দিলেন মাহী বি চৌধুরী। আওয়ামী লীগের জোটে যোগ দিয়ে সংসদ সদস্য হওয়ার পর এবার সংসদে গিয়ে বিএনপির ‘কুৎসা’র জবাব দেওয়ার ঘোষণা দিলেন তিনি।

মাহী বি চৌধুরী বলেন, ২০০৪ সালে বিএনপি থেকে পদত্যাগের পর প্রতিনিয়ত রাজনীতির শিষ্টাচার লঙ্ঘন করে অশ্লীল ভাষায় একতরফাভাবে অভিযোগ করে গেছে।

‘আমি সংসদে থেকেও সে অভিযোগ খণ্ডন করার সুযোগ পাইনি। আজ ১৪ বছর পর সংসদে ফিরছি। অনেক দিন চুপ করে ছিলাম। এবার ৩০ জানুয়ারি সংসদে গিয়ে সেদিনের অপমানের কথা বলব।’

মাহী বলেন, ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে খালেদা জিয়া বলেন, ‘ষড়যন্ত্রের শেকড় উপড়ে ফেলেছি’। কিন্তু কী সেই ষড়যন্ত্র তা কখনও বলেননি। আমরা বলতে চাই, ষড়যন্ত্রের মূল নায়ক হিসেবে আপনি কী কী ভূমিকা রেখেছিলেন।

পদত্যাগের পরপর বি চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা সংসদে তুলতে চাইলেও সে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। আমি সংসদে দুই ঘণ্টা দাঁড়িয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সে সুযোগ দেওয়া হয়নি। একটি শব্দ উচ্চারণও করতে দেওয়া হয়নি আমাকে।

মাহী দাবি করেন, বিএনপি ছেড়ে আসার পর বি চৌধুরীর বিরুদ্ধে ‘বেইমানির অভিযোগ’ এনে বিএনপি নেতারা মিথ্যাচার করেছিলেন।

তিনি বলেন, বিএনপি নেতারা কীভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, ক্ষমতার অপব্যবহার করে কীভাবে গণতন্ত্রকে ধুলিস্যাৎ করেছে, সে কথা সংসদে বলব। না হলে তারা নানাভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে যাবে।