মালয়েশিয়ায় হাত হারিয়ে অসহায় প্রবাসী তানভীর, ফিরতে চান দেশে

মালয়েশিয়ার জহুরবারুতে দুর্ঘটনায় এক হাত হারিয়ে অসহায় জীবনযাপন করছেন মুহাম্মদ তানভীর নামে এক প্রবাসী। একটি কোম্পানীতে কাজ করতে গিয়ে হাত হারিয়েও কোন ক্ষতিপূরণ পাননি তিনি। এমনকি এখন দেশেও ফিরতে পারছেন না।

জানা গেছে, মুহাম্মদ তানভীরের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার কানাইপুরে। ভাগ্য উন্নয়নের জন্য ২০১৭ সালের মাঝামাঝি সময়ে কলিং ভিসায় মালয়েশিয়ার একটি কোম্পানিতে যোগদান করে। ভালই চলছিলো তার দিনগুলি। কিছুদিন আগে হঠাৎ ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় তিনি দুর্ঘটনার শিকার হয়ে বাম হাত হারান।

অসহায় অাহত রেমিটেন্স যোদ্ধা তানভীর জানান, এখনো পযন্ত ওই কোম্পানি তাকে কোনো ক্ষতিপূরণ দেয়নি, এদিকে তার ভিসার মেয়াদও শেষ হয়ে আসছে। অন্যদিকে তার আহত হবার খবরে শুনে দেশে তার মাও শয্যাশয়ী। এমন অবস্থায় দেশে ফেরার আকুতি জানিয়েছেন তিনি।

তানভির অারো বলেন, আমি বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া অফিসে অভিযোগ করলেও যথাযথভাবে তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমার পরিবার থেকে একের অধিক অভিযোগপত্র দেওয়া হয় এবং তাদেরকে অনুরোধ করা হয় আমাকে যথাযথ সম্মানের সাথে দেশে ফেরত পাঠানোর জন্য। তাতেও কোন সাড়া মিলছেনা ।

তিনি হাইকমিশনারের সহায়তা চেয়ে আইনি ব্যবস্থা নিয়ে তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।