আমাদের সৌরব্যবস্থার বাইরে তিনটি নতুন গ্রহ ও ছয়টি সুপারনোভা পর্যবেক্ষণ করেছে নাসা। সংস্থাটির গ্রহ অনুসন্ধানী টেস মিশনের প্রথম তিন মাসের মধ্যেই এ গ্রহ ও সুপারনোভার সন্ধান পাওয়া গেছে।
গত জুলাই থেকে আকাশে জরিপ শুরু করেছে নাসা। এমআইটির পরিচালনায় ট্রানসিটিং এক্সোপ্লানেট জরিপ উপগ্রহ একটি সুপার-পৃথিবী পি মেনসাই শনাক্ত করেছে। প্রতি ছয় দিনে এটি তার তারকার চারপাশে ভ্রমণ করে।
আর এলএইচএস ৩৮৪৪বি নামে একটি পাহাড়ি গ্রহ মাত্র ১১ ঘণ্টা প্রদক্ষিণ করে। এক্সোপ্লানেটের সর্বশেষ আবিষ্কারের নাম এইচডি ২১৭৪৯বি। দীর্ঘ ৩৬ ঘণ্টা প্রদক্ষিণ করে এ গ্রহটি।
৫৩ আলোকবর্ষ দূরে রেটিকুলাম নক্ষত্রপুঞ্জে একটি ছোট্ট উজ্জ্বল তারকা প্রদক্ষিণ করে এটি। এ গ্রহটির উপরিভাগের তাপমাত্রা হবে অন্তত ১৬৫০ সেলসিয়াস। নিকটবর্তী তারকাগুলোর চেয়ে এটি কিছুটা শীতল।
অনুসন্ধানী দলের নেতৃত্ব দিয়েছেন এমআইটির কাভলো ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড স্পেস রিসার্চের ডিয়ানা ড্রাগোমির। তিনি বলেন, এইচডি ২১৭৮৯বি হচ্ছে- নিকটবর্তীগুলোর মধ্যে সবচেয়ে শীতলতম। ছোট্ট গ্রহপুঞ্জকে খুঁজে বের করা খুবই কঠিন। যেগুলো তাদের তারকাদের থেকে বহুদূরে প্রদক্ষিণ করে।
নতুন এ গ্রহ পৃথিবী থেকে ২৩ গুণ বড়। কাজেই এটি পাথুরে হওয়ার চেয়ে গ্যাসে পূর্ণ হওয়ারই কথা। নেপচুন ও ইউরেনাসের চেয়েও ঘন বায়ুমণ্ডল আছে নতুন এ গ্রহে। সিয়াটলে মার্কিন জ্যোতির্বিদ্যা সমিতির বার্ষিক সভায় এ আবিষ্কারের কথা প্রকাশ করা হয়েছে।