বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরের খেলা শুরু হয়েছে আগামীকাল শনিবার থেকে। আজ দ্বিতীয় দিনের খেলা। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স।
এবার ব্যাট এবং বল দুই বিভাগে দারুন শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে, বাংলাদেশ সময় দুপুর ১২ টা ৩০ মিনিটে। খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।
ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দেখেনিন দুই দলের একাদশঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ: তামিম ইকাবাল, ইমরুল কায়েস, স্টিভেন স্মিথ, ইভেন লুইস, আনামুল হক, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, আবু হায়দার রনি, মোহাম্মদ শহিদ।
সিলেট সিক্সার্সের একাদশঃ ডেভিড ওয়ার্নার, লিটন দাস, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলক কাপালি, তৌহিদ হৃদয়, আল-আমিন হোসাইন, আফিফ হোসাইন, মোহাম্মদ ইরফান, তাসকিন আহমেদ, ইমরান তাহির।