নতুন স্টাইলে রাজনীতি করব: জলিলপুত্র

একাদশ সংসদের কনিষ্ঠতম সংসদ সদস্য নিজামউদ্দিন জলিল জন রাজনীতির ধারা পাল্টে দিতে চান। বলেছেন, তিনি ‘ভিন্ন স্টাইলে’ রাজনীতি করবেন। আর তরুণরা যেন আকৃষ্ট হয়, সেই চেষ্টা করবেন।

নওগাঁ-৫ আসন থেকে নির্বাচিত জন আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুল জলিলের ছেলে। তার বয়স সবে ২৭। রাজনীতিতে অনভিজ্ঞ জন ভোটের লড়াইয়ে এসেই করেছেন বাজিমাত। প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম ধলুকে ৭৩ হাজার ১৯৬ ভোটে হারান তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমীন চৌধুরীর কাছে শপথ নেওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানান জন। বলেন, ‘আমি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তরুণদের প্রতি আমার একটা বিশেষ নজর থাকবে। আমরা যেন তাদের প্রতিনিধি হয়ে কাজ করতে পারি সেই চেষ্টা থাকবে।’

বাগেরহাট-২ আসনের শেখ সারহান নাসের তন্ময়, নড়াইল-২ আসনের মাশরাফি বিন মোর্তজার কথা উল্লেখ করে জন বলেন, ‘আমরা নতুনরা সবাই একসঙ্গে বসে কাজ করব, শিখব। তারপর আস্তে আস্তে আমরা আমাদের প্লাটফর্মে পৌঁছাব।’

‘আমরা তরুণরা ভিন্ন স্টাইলে রাজনীতি করতে চাই। আমরা যদি তরুণদের সামনে রেখে রাজনীতি করি তাহলে আমার বিশ্বাস তারা ভবিষ্যতের রাজনীতির প্রতি আরও বেশি আকৃষ্ট হবেন।’

নিজের নির্বাচনী এলাকা নওগাঁকে মাদকমুক্ত করতে কাজ করার কথাও জানান জলিলপুত্র। বলেন, ‘আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধলু ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। তিনি আমাকে সব ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।’

‘আমরা চাই নওগাঁকে উন্নত মানের শহর করা। আমার এলাকার লোকও চান নওগাঁকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হোক।’

শপথ নেওয়ার আগের মুহূর্তের বিষয়টি তুলে ধরে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য বলেন, ‘শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে আমি একজন সংসদ সদস্য। শপথ নেওয়ার পরে বুঝতে পারছি আসলে এটা বড় একটা সম্মান।’

নতুন সংসদ সদস্য হিসেবে পুরো সংসদ ভবন ঘুরে দেখছি কোথায় কী আছে। কীভাবে কী করতে হয়। আমাদের কর্মে যেন তরুণরা আমাদের প্রতি দৃষ্টি থাকে সেই লক্ষ্যেই কাজ করব।’–ঢাকাটাইমস