ক্রীড়া মন্ত্রী হতে পারেন এই তিন জনের এক জন!

ইতিমধ্যে গণভবন, সচিবালয়, দলীয় কার্যালয় ও নেতাদের কার্যালয়সহ সব যায়গায় নানা গল্প শোনা যাচ্ছে। কারা থাকছেন এবারের মন্ত্রিসভায়? টানা তৃতীয় ক্যাবিনেটে কার কপাল খুলছে বা কার পুড়ছে? ঘুরে ফিরে আলোচনায় দলে ত্যাগী ও বিষয়ভিত্তিক এক্সপার্ট কিছু লোকের নাম শোনা যাচ্ছে। তবে এসবই গল্প; বাস্তবতা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা ছাড়া কেউই জানেন না বলেও সাফ বলে দিচ্ছেন গল্পকাররা।

তবে ক্রীড়াঙ্গণে আলোচিত ও ত্যাগী অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা, মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয় ও খুলনার সালাম মোর্শেদী- এ তিনজনের একজনকে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের জন্য বেছে নেয়া হতে পারে।

১৪ দল ও মহাজোটের অন্য শরীকদের মাঝেও নতুন মুখ আসার সম্ভাবনা আছে। বিশেষ করে, ওয়ার্কার্স পার্টির শেখ ফজলে হোসেন বাদশা, জাসদের শিরিন আখতার, জাপার জিএম কাদেরের বিষয়টি বেশ আলোচনায়। লক্ষ্মীপুর থেকে আঞ্চলিক ও জোটগত বিবেচনায় মেজর (অব.) মান্নানও যায়গা পেতে পারেন মন্ত্রিসভায়।

তবে সবই আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্জির ওপর নির্ভর করে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেবিনেট কেমন হবে বিষয়টি একান্তই প্রধানমন্ত্রীর নিজস্ব বিষয়। পরিসর বড় হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজয় যেহেতু বড়, ফলে প্রত্যাশাও অনেক বড়। কী হবে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ১০ তারিখের মধ্যে সবই দৃশ্যমান হবে।

এদিকে, আগামীর বিবেচনায় তরুণদের যায়গা করে দিতে বাদ পড়ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজউদ্দিন প্রামাণিক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বেসামরিক বিমান ও পরিবহন এবং পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালসহ অনেকে।