জয়ী নেতাকর্মীদের শপথ গ্রহনের বিষয়ে ফখরুলের একটাই উত্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তো এ নির্বাচনের ফলাফল ই প্রত্যাখ্যান করছি। নেতাকর্মীদের শপথ নেওয়ার প্রশ্নই আসে না।

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় ইসির বিষয়ে তিনি বলেন, এই সিইসি সম্পূর্ন পক্ষপাত দুষ্ট। ইনি নিরপেক্ষ নয় তিনি সরকারের দলীয় নির্বাচন কমিশনার।

এজেন্টদের বিষয়ে তিনি বলেন: পরিকল্পিতভাবে এজেন্টদের বের করে দিয়েছে। এজেন্টদের যে তালিকার কাগজ ছিলো সেগুলো ছিঁড়ে ফেলেছে। সিইসি এজেন্টদের বিষয়ে যা বলেছে তা সঠিক নয়। আমাদের এজেন্টদের না আসতে দিলে আমরা কি করবো?

দাবি আদায়ে আইনী ও আন্দোলনের ; উভয় দিকেই চেষ্টা চালিয়ে যাবে বিএনপি। দল ও জোটের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানান বিএনপি মহাসচিব।