খালেদার আসনে,কত ভোট পেয়ে জয়ী হলেন মির্জা ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বগুড়া-৬ (সদর) আসনে দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আসনের মোট ১৪১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট,

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এ পর্যন্ত ১৮টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৭টি আসনে আওয়মী লীগ আর ১টি আসনে বিএনপি জয় পেয়েছে।

বিএনপি প্রার্থী মোশারফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে বগুড়া-৪ আসন থেকে বিজয়ী হয়েছেন।

এরআগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সারাদেশে একযোগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহন শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা।