এইমাত্র পাওয়াঃ গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ থেকে ভোট বর্জন করলেন আন্দালিব পার্থ!

দীর্ঘ ৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে সেই অতি কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। দেশ বিদেশের সবাই আজকে তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। সবার মাঝেই কাজ করছে অন্যরকম এক উত্তেজনা। তবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটছে। সেই সাথে চলছে ভোট বর্জনও।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ওদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট বর্জনের হিড়িক উঠেছে। ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রার্থী আন্দালিব রহমান পার্থ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

দুপুর পৌনে ২টায় বারিধারায় নিজ বাসায় তিনি এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় পার্থ বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের কর্তৃক ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্রে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। এছাড়াও তার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।