আগামীকাল রোববার হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন । দেশের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে নির্বাচন নিয়ে ।অধীর অগ্রহে আছেন ভোটাররা ভোট দিতে । এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে ও ঘিরে রেখেছে সম্পর্কিত যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে তার পুরোটাই ছিল গুজব।আজ বিকেলের দিকে তার জামতলার বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে শামীম ওসমান ওই সংবাদটিকে পুরোটাই গুজব ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে এটাকে গভীর ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন।
শামীম ওসমান বলেন, ‘ফেসবুকের মাধ্যমে কিছু সংখ্যক অনলাইন নাম দিয়ে আমার মনে হয় ভুয়া তারা নিউজ ছড়াচ্ছে। আমাকে ছড়াচ্ছে তাই নয় সেনাবাহিনীকে নিয়ে এসব ছড়াচ্ছেন যে সেনাবাহিনী আমার বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলেছে। শামীম ওসমানকে গ্রেফতার করা হয়েছে। শুধু শামীম ওসমানই না আমাদের দলের আরো সিনিয়র নেতৃবৃন্দদের গ্রেফতার করা হয়েছে। এখানে এতোজন গ্রেফতার করা হয়েছে। ওখানে ওতো জন গ্রেফতার করা হয়েছে। সারা বাংলাদেশেই এরুপ অপপ্রচার চলানো হচ্ছে। এই ধরনের নিউজ ছড়িয়ে নির্বাচনটাকে যারা বানচাল করতে চাইছেন আমি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি। তাদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। এটা তারাই করতে পারে যারা মনে করে জনগণ তাদের পক্ষে নাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আমরা গর্ব করি। কিন্তু সেই সেনাবাহিনীকে নিয়েও যদি নোংরা অপপ্রচার চালানো হয় তাহলে এটা দেশের ও জাতির জন্য মঙ্গলজনক হবেনা। এটা ক্ষতিকর হবে। আমি এ জন্য আপনাদের কাছে আশ্রয় প্রার্থনা করছি। রোববার ৩০ ডিসেম্বর বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জের নির্বাচন সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। কিন্তু এই অপপ্রচারের ব্যাপারে আমি আপনাদের কাছে আশ্রয় প্রার্থনা করছি।’এই যে কথাগুলো যারা ছড়াচ্ছেন আমার মনে হয় তারা একটা বিদেশি শক্তি যারা আইএসআই সহ দেশের একটা পরাজিত শক্তি।’
এ সময় শামীম ওসমান আরও বলেন, মূলত দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের ভুয়া মিথ্যা খবর ছড়ানো হয়েছে। আমি আমার কেন্দ্রীয় নেতাদের দ্বারা নির্দেশিত হয়েই বিষয়টি সবার সামনে তুলে ধরলাম।’‘ভুয়া অনলাইন এ ধরনের খবর প্রচার করে মূলত নির্বাচনে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। টোটালি বিষয়টা ছিল অপপ্রচার।