উল্টো চিত্র ময়মনসিংহ সদরে

দেশের বিভিন্ন স্থানে যেখানে পোস্টার সাঁটাতে না দেওয়া কিংবা ছিঁড়ে ফেলা, প্রার্থীর প্রচারে বাধা ও হামলা-হুমকি ইত্যাদি অভিযোগ উঠছে সরকারি দল বা জোটের বিরুদ্ধে, সেখানে উল্টো চিত্র ময়মনসিংহ-৪ (সদর) আসনে। গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচনী পরিবেশ অন্যরকম।

এখানে নগর থেকে শুরু করে প্রতিটি গ্রাম যেন দুলছে ভোটের হাওয়ায়। নগরীর প্রায় প্রতিটি সড়কে পাশাপাশি রশিতে দুলছে লাঙল ও ধানের শীষ প্রতীকের পোস্টার। মহাজোট-ঐক্যফ্রন্টের ছোট-বড় মিছিলে মুখরিত হচ্ছে এলাকা। সকাল-সন্ধ্যা হচ্ছে মাইকিংও।

এখানে মহাজোটের হেভিওয়েট প্রার্থী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। অন্যদিকে ঐক্যফ্রন্টের নবীন প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এই আসনে লাঙল ও ধানের শীষ সমর্থকসহ ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

ময়মনসিংহ বিভাগের মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ সদর আসনে মোট পাঁচ প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারের শেষ দিকে এসে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন মহাজোট প্রার্থীর পক্ষে প্রতিদিন মিছিল, সভা-সমাবেশ, পথসভা ও উঠোন বৈঠক করছে। সারাদিন, এমনকি গভীর রাত পর্যন্ত গণসংযোগ চলছে।

জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসক ও সাবেক পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম সিআইপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ নেতারা প্রচারে অংশ নিচ্ছেন।

অন্যদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ধানের শীষের পক্ষে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা, মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল, পথসভা, সমাবেশ ও উঠোন বৈঠক করেন।

মহাজোটের প্রার্থী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার বিপরীতে সমানতালে প্রচার চালাচ্ছেন ঐক্যফ্রন্টের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। হেঁটে, গাড়িতে চড়ে ভোটারদের দুয়ারে দুয়ারে উপস্থিত হচ্ছেন তিনি। সঙ্গে থাকা দলীয় নেতারাও উৎসবের আমেজে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠ মাতাচ্ছেন।

ময়মনসিংহ-৪ আসনে বড় দুই জোটের প্রার্থী ভোটারদের হাতে হাতে তুলে দিচ্ছেন নির্বাচনী লিফলেট। সেই সঙ্গে আশ্বাস-প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে প্রার্থীদের পক্ষ থেকে।–আমাদেরসময়