এরশাদের নাটকীয়তার নয়া মোড়

নির্বাচনের আগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের দেশে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বর্তমানে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সিঙ্গাপুরে অবস্থানরত এরশাদ। ভোটের ফলাফল কোন দিকে গড়াবে সেটা দেখেই দেশে ফিরতে চান তিনি।

জাপার একটি দায়িত্বশীল সূত্র এমনটাই জানিয়েছে। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এরশাদকে নিয়ে নাটকীয়তা নতুন মাত্রা পেতে যাচ্ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নাটকীয়তার শুরু। ক্ষণে ক্ষণে দৃশ্যপট পাল্টাচ্ছে। দলীয় মনোনয়ন চূড়ান্ত করার আগেই অসুস্থ হয়ে সিএমএইচে যান এরশাদ।

অবস্থা গুরুতর দাবি করে তাকে বিদেশে পাঠানোর আলোচনার মধ্যেই হঠাৎ প্রকাশ্যে এসে তিনি দাবি করেন চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। কে বা কারা তার বিদেশ যাত্রায় বাধা দিচ্ছে তা অবশ্য জাতীয় পার্টির কেউ স্পষ্ট করেন নি। দলীয় মনোনয়ন চূড়ান্ত করেই এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সাধীন সাবেক রাষ্ট্রপতি এরশাদের সোমবার রাতে দেশে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।

এদিকে ভোটের আর মাত্র ৪ দিনে বাকি থাকলেও তিনি দেশে না আসায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে।

তাদের সামনে নানা প্রশ্ন। তবে কি পার্টি চেয়ারম্যান নির্বাচনের আগে দেশে ফিরতে পারছেন না। নাকি কোনো কারণে তিনি ফিরছেন না। নির্বাচনের সময় পার্টি চেয়ারম্যান দেশে না থাকায় হতাশা ভর করেছে নেতাকর্মীদের মাঝে। দলের প্রার্থী হওয়া নেতারাও হতাশ।

তাদের প্রচার-প্রচারণায় পাশে পাচ্ছেন না কেন্দ্রীয় নেতাদের। তাই গতি নেই প্রচারণায়। মহাজোটের প্রার্থী হয়েও দলের এক নেতা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ পরিস্থিতিতে নেতাকর্মীরা বলছেন, ভোটে পার্টির জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন গত ১০ই ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে যান এরশাদ। তখন পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিলো, তিনি চিকিৎসা শেষে অচিরেই দেশে ফিরবেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। সে হিসাবে এরশাদের দেশে ফেরার কথা ছিল ২২শে ডিসেম্বর।

কিন্তু তার ওইদিনের তারিখ পরিবর্তন করা হয়। তখন পার্টির নেতারা জানিয়েছিলো, এরশাদের সিঙ্গাপুরের ডাক্তার অন্য দেশে রয়েছেন। তিনি ছাড়পত্র না দিলে দেশে ফিরতে পারবেন না। সর্বশেষ এরশাদের দেশে ফেরার কথা ছিল সোমবার রাতে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে (এসকিউ-৪৪৬) তার ঢাকায় নামার কথা ছিল।

টিকিট কনফার্ম হওয়ার পরে জাপা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এরশাদের দেশে ফেরার কথা। কিন্তু এর কিছুক্ষণ পরেই আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এরশাদের শারীরিক অবস্থার কারণে সোমবার দেশে ফেরা হচ্ছে না। এ নিয়ে জাপার মধ্যে ধূম্রজাল দেখা দেয়।

এরশাদ এবারের নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর-৩ আসনে তিনি মহাজোটের একক প্রার্থী। তবে ঢাকা-১৭ আসনে তিনি মহাজোট প্রার্থী নন। এখানে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগ মনোনীত ও চিত্রনায়ক ফারুক।

গুঞ্জন রয়েছে, দেশে ফিরে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিতে পারেন এরশাদ। তবে এই আসনে এরশাদের পক্ষে গতকালও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতি।