সেনা মোতায়েনেও অবস্থার কোন উন্নতি হয়নি : রিজভী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন আগে সারা দেশে সেনা মোতায়েন করা হলেও অবস্থার উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে শিগগিরই এই অবস্থার উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘প্রত্যাশা করেছিলাম, সেনাবাহিনী মেতায়েনের পর পরিস্থিতির অনেক উন্নতি হবে, কিন্তু হয়নি। তবে আমরা এখনও বিশ্বাস করি, পরিস্থিতির উন্নতি হবে। সেনাবাহিনী যেখানে মোতায়েন করা হয়েছে দ্রুত সেখানে সন্ত্রাসীদের ধরা এবং নির্বাচনী পরিবেশ শন্তিপূর্ণ করতে আমি তাদের আহ্বান জানাচ্ছি।’

বিএনপি এই নেতার দাবি, ‘গতকাল সোমবার সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। ২৪টি নির্বাচনী এলাকায় বিএনপি প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা হয়েছে। প্রচারণায় হামলা-গুলি চালিয়ে রক্তাক্ত করা হয়েছে নেতাকর্মীদের।’

হামলার সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিল উল্লেখ করে রিজভী বলেন, ভয়ঙ্কর আতঙ্কের আরেক নাম এখন আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা।