ব্রেকিং! ইসিতে ড. কামাল-ফখরুলসহ ঐক্যফ্রন্টের ১০ নেতা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ নিশ্চিতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ ১০ নেতা। আজ মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে।

ঐক্যফ্রন্টের প্রচার ও মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় তারা যে সমাবেশ করতে চান, সে বিষয় নিয়ে কথা বলতে গেছেন নেতারা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়।

এর আগে গতকাল রোববার ইসিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছিলেন, সমাবেশের ব্যাপারে ডিএমপি কমিশনার তাদের জানিয়েছেন, ২৪ ডিসেম্বরের পর ঢাকায় আর জনসভা করা যাবে না। অথচ নির্বাচনী আইন অনুযায়ী, ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালানো যাবে। এ বিষয়ে সেদিন তারা সিইসির সঙ্গে দেখা করে কথা বলে এসেছিলেন।