ড. কামাল ও মির্জা ফখরুলের আশাবাদ, লেভেল প্লেয়িং ফিল্ড করবে সেনাবাহিনী

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা আশা করি, সেনা মোতায়েনের ফলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে, যা আগে ছিল না।’

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। পৃথক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা আশা করি, সশস্ত্র বাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে না বা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মানুষের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে না। সশস্ত্র বাহিনী দেশের মানুষের সেবায় নিয়োজিত।

গুটিকয়েক মানুষের জন্য সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘সশস্ত্র বাহিনীর উচিত সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং ইতিবাচক ভূমিকা রাখা।’

সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে।

এতদিন এটি মোটেও বিদ্যমান ছিল না।’ তিনি বলেন, ‘বিএনপি আশা করে, দেশের গর্বিত সেনাবাহিনীর প্রত্যেক সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন। কোনোভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না। সেনাবাহিনী সব সময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত।

কোনো ব্যক্তির স্বার্থরক্ষার কারণে তাদের সুনাম ক্ষুণ্ণ হতে পারে না।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তারা ১ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। সূত্র: যুগান্তর।

আরো পড়ুন: আজ সিলেট যাচ্ছেন ড. কামালসহ ঐক্যফ্রন্টের নেতারা

ড. কামালের এই সফর সফল করতে জেলা বিএনপিকে কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনসার খান। রোববার সন্ধ্যায় এ নিয়ে জেলা বিএনপির নেতারা বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বিশ্বনাথ প্রতিনিধি জানান, গণফোরাম প্রার্থী মোকাব্বির খান জানান. ড. কামাল হোসেন সিলেট-২ আসনের বিশ্বনাথে জনসভায় বক্তব্য রাখবেন। ড. কামাল হোসেনের সঙ্গে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও থাকবেন।

কিন্তু ওই সভায় স্থগিত হওয়া বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি মোকাব্বির খান। তবে কেন্দ্রীয় বিএনপির নেতারাও থাকতে পারেন বলে তিনি জানান।

এ ব্যাপারে লুনার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ঐক্যফ্রন্টের ওই শীর্ষ নেতা সিলেট-২ আসনে আসছেন বলে তিনি কোনো কিছু জানেন না।