সরকারের সাজানো ছক অনুযায়ীই হবে জাতীয় নির্বাচন!

সরকার মুখে যা-ই বলুক না কেন, জনগণের একটা বড় অংশের মধ্যে অবিশ্বাসের খুঁটি গেঁড়ে বসেছে যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের সাজানো ছক অনুযায়ীই হবে।”

‘নির্বাচনে জনগণের ঢল নামুক। ভোটকেন্দ্র হোক ভোটারের’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকরা।

শনিবার (২২ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাগরিকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দমন-পীড়ন ও ভয়ের রাজত্বের কারণে সরকারকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থার জায়গাটা সঙ্কুচিত হয়েছে। সরকার মুখে যা-ই বলুক না কেন, জনগণের একটা বড় অংশের মধ্যে অবিশ্বাসের খুঁটি গেঁড়ে বসেছে যে, নির্বাচনটি সরকারের সাজানো ছক অনুযায়ীই হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইতিহাসবিদ অধ্যাপক আহমেদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. শাহদীন মালিক, আলোকচিত্রী শহিদুল আলম ও ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ।–বাংলানিউজ২৪